কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট পূর্ব লক্ষ্মীপ্রসাদ ইউপির কাড়াবাল্লা গ্রামের মৃত তছদ্দর আলীর পুত্র সৌদি ফেরত বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন ফখরুল ইসলাম ককন কে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখমের ঘটনায় মামলা হয়েছে। কানাইঘাট থানার মামলা নং (২৯) তারিখ ২৪/০৯/২০১৮ইং। অভিযোগে জানা যায় প্রবাস ফেরত ফখরুল ইসলাম ককন (৫৫) কে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে গত ১৭ সেপ্টেম্বর রাত ১১টার দিকে স্থানীয় ছতিপুর রাস্তার করিমুন নেছার বাড়ীর সামনে আপন বড় ভাই বড়চাতল গ্রামের মাহমুদ হোসেন মাখই (৫৫) তার ছেলে মাস্টার সুলতান আহমদ সেবুল (৩২) সহ তাদের নিকট আত্মীয় কয়েক জন হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে ফখরুল ইসলামের উপর হামলা চালায়। হামলাকারীরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরতর জখম করলে তাকে আশংকাজনক অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে সিওমেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আশংকাজনক অবস্থায় হাসপাতালের ১১ নং ওয়ার্ডের ৩ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন প্রবাস ফেরত ফখরুল। এ ঘটনায় থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযোগটি রের্কড না করায় ফখরুল ইসলাম বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর আপনার বড় ভাই ভাতিজা সহ ৪ জন কে আসামী করে সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে কানাইঘাট সিআর মামলা নং ২৮৩/১৮ দায়ের করেন। বিজ্ঞ আদালত দরখাস্ত মামলাটি এফআইআর হিসাবে গন্য করে আসামীদের গ্রেফতার পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন কানাইঘাট থানার ওসি কে। আদালতের নির্দেশে থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।