নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪জন গ্রেফতার, ছোরা উদ্ধার

33
নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪ জন ও উদ্ধারকৃত সরঞ্জাম।

ছনি চৌধুরী হবিগঞ্জ থেকে :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ মন্দিরের মূর্তি চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে রামদাসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো- নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর গ্রামের আশরাফ উল্লার পুত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান (২৭), আবু মিয়ার পুত্র আলী হোসেন (২৫), আব্দুল মালিকের পুত্র এম.কে রাহুল (২৮),রাজনগর গ্রামের আশবদ উল্লার পুত্র সুরুজ আলী (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন গ্রামের কয়েকটি মন্দিরে চুরির ঘটনায় হিন্দু সম্প্রাদায়ের লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। মূর্তি চোর চক্রকে ধরতে তৎপরতা চালায় পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলার ইমামবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার শামছুল ইসলাম, এস আই সামছুল ইসলাম,এস আই কাউছার আলমসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে একটি নির্জন স্থান থেকে তাদেরকে আটক করে। এসময় তাদের সাথে থাকা বিষ্ণু মূর্তি, হাতুড়ি, ধারালো ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
এ ঘটনায় নবীগঞ্জ থানার এস আই শামছুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মূর্তি চোর চক্রকে আটক করা হয়েছে। তারা ইমামবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সময় ডাকাতির সরঞ্জাম ও অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূর্তি চুরির সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে এবং তাদের ডাকাত দলের নেতাদের নাম বলে স্বীকারোক্তি দিয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।