নগরীর ঐত্যিবাহী দ্বীনি শিক্ষাগার জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা সিলেটের ২দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, সিলেট বিভাগ ভিত্তিক ক্বেরাত প্রতিযোগিতা ও আকর্ষণীয় ইসলামী শিশু শিক্ষা প্রদর্শনী আজ ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার শুরু হবে।
সম্মেলনের ১ম দিন ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় সিলেট বিভাগ ভিত্তিক ক্বেরাত প্রতিযোগিতা, অপরাহ্ন ২টা থেকে বয়ান শুরু হবে। বাদ মাগরিব কেরাত প্রতিযোগিতায় বিজয়ী ও জামেয়ার মেধাবী ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ, অতঃপর মধ্য রাত্রি পর্যন্ত বয়ান।
১ম দিন বয়ান পেশ করবেন শায়খুল হাদীস তাফাজ্জুল হক হবিগঞ্জী, শায়খ রশিদুর রহমান ফারুক বরুনা, মাওলানা লুকমান সাদী ঢাকা।
২য় দিন ২৭ ফেব্রুয়ারি বুধবার বয়ান পেশ করবেন মাওলানা আব্দুল বাছিত খান- সিরাজগঞ্জ, মাওলানা আবুল কালাম জাকারিয়া- সিলেট, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী- ঢাকা, মাওলানা হাবিবুল্লাহ বাহার- ঢাকা, মাওলানা নূরুল হক নবীগঞ্জী প্রমুখ।
মহাসম্মেলন সফল ও সার্থক করতে জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ সর্বস্তরের মুসলিম জনতাকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি