হযরত গায়বী শাহ (র:) বার্ষিক ওরস মোবারক ৬ ও ৭ মার্চ

101

স্টাফ রিপোর্টার :
৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত গায়বী শাহ (র:) বার্ষিক ওরস মোবারক উদযাপনের লক্ষ্যে মাজার পরিচালনা কমিটির এক সভা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হযরত গায়বী শাহ (র:) মাজার পরিচালনা ও ওরস উদযাপন কমিটির সভাপতি আফছর উদ্দিন। বক্তব্য রাখেন মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হাজী আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সেলিম আহমদ, ১নং মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হাজী শেখ মকন মিয়া, হাজী কলমদর আলী, সাবেক কমিশনার ওলিউর রহমান সুহেল, সাবেক মেম্বার ফজলু মিয়া, মিলাক ফার্ণিচারের প্রোপ্রাইটর তুরণ মিয়া, হাজী আব্দুল মালেক, আব্দুস সোবহান, হেলাল উদ্দিন লিলু মিয়া, আক্তারুজ্জামান, ফখরুল হাসান, হাজী ছমরু মিয়া, হারিস শিকদার, মাহবুব মিয়া, আলাউদ্দিন, মাসুক আহমদ, সবুজ শিকদার, দপ্তর সম্পাদক শাহাদত হোসেন লোলন, খাদিম ইসতিয়াক আলী চৌধুরী রাজু, আছাদ প্রমুখ। ওরসে এবারের কর্মসূচির মধ্যে রয়েছে- ২২ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ ৬ মার্চ বুধবার বাদ ফজর হতে খতমে কোরআন, সকাল ১০টায় দোয়া, সকাল সাড়ে ১০টায় মাজারে গিলাফ ছড়ানো, সকাল ১১টায় গরু জবাই, রাতে জিকির আছকার ও ফকিরি গান, ২৩ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ ৭ মার্চ বৃহস্পতিবার ভোর ৪.৪৫ মিনিটে মোনাজাত ও নেওয়াজ বিতরণ। ওরসে শরীক হয়ে অশেষ সওয়াব হাসিলের জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহবান জানিয়েছেন হযরত গায়বী শাহ (র:) মাজার কমিটির সভাপতি আফছর উদ্দিন ও সাধারণ সম্পাদক হাজী আজিজুর রহমান।