এই ভাষাতে

68

কবির মাহমুদ

মায়ের ভাষায় সুর তুলে যায়
রাখাল ছেলের বাঁশি,
এই ভাষাতে গান গেয়ে যায়
কুলি মজুর চাষি।

এই ভাষাতে কলকলানী
নদীর কলতান,
এই ভাষাতে আকাশ বাতাস
মুক্ত ফুলের ঘ্রাণ।

এই ভাষাতে কান্না হাসি
এই ভাষাতে সব,
এই ভাষাতে গুণগুনানী
পাখির কলরব।

এই ভাষাতে ঊষার আলো
খুলে দেখি দোর,
এই ভাষাতে পাখির গানে
আসে রাঙা ভোর।