বসন্তের সুর

62

মঞ্জুর মোর্শেদ রুমন

ফাগুন এলে বনে ফোটে
পলাশ শিমুল ফুল,
প্রকৃতি তাই সেজেছে আজ
পরে কানের দুল।

কোকিলের মিষ্টি সুরে
মন করে আনচান,
শীত রিক্ততা থেকে তরু
ফিরে পায় প্রাণ।

দখিনা বাতাস দোল খায় যে
সর্ষে ভরা ক্ষেতে,
হাঁসগুলো সব পুকুর পাড়ে
দুষ্টুমিতে মাতে।

এমনি করে প্রকৃতিতে
বসন্ত আসে সেজে,
মনের মাঝে তাইতো আমার
প্রিয় সেই সুরটা বাজে।