ভাষার মাসে সিলেটে বানান শুদ্ধি অভিযান চালিয়েছে কাকতাড়–য়া

27

ভাষার মাস ফেব্রুয়ারিতে নগরীতে বানান শুদ্ধি অভিযান চালিয়েছে সিলেটের স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন কাকতাড়–য়া। শনিবার রিকাবিবাজার থেকে লামাবাজার হয়ে কাজিরবাজার পর্যন্ত এ অভিযান চালানো হয়। বাংলা ভাষার প্রতি ভালোবাসা দেখিয়ে রাস্তায় রাস্তায় রোদে পুড়ে এ কাজটি করে তারা। সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একদল তরুণপ্রাণ রং তুলি হাতে এ অভিযান চালায়। এ দোকান থেকে ও দোকান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিলবোর্ড-সাইনবোর্ড সবখানেই ছিলো তাদের দৃপ্ত পদচারণা। যেখানেই ভুল বাংলা বানান, সেখানেই শুদ্ধি অভিযান। দোকান কিংবা প্রতিষ্ঠান মালিককে শত অনুরোধের পর একটি একটি করে পরম মমতায় বাংলা বানানগুলো শুদ্ধ করে দিয়েছে কাকতাড়–য়ার সদস্যরা।
নগরীর মুদিদোকান থেকে শুরু করে বিলবোর্ড, সাইনবোর্ড, সরকারি, আধা-সরকারি, বেসরকারি অফিস, কারখানার ভুল বানানগুলো শুদ্ধ করা হয়। ভুল বাংলা বানান শুদ্ধ করেই ক্ষান্ত হয়নি কাকতাড়–য়া, পরবর্তীতে একই ভুল কেউ যাতে না করে সে ব্যাপারেও সচেতনতা তৈরি করেছে দলটি। বিজ্ঞপ্তি