স্টাফ রিপোর্টার :
সিলেটের ১২ উপজেলায় চেয়ারম্যান পদে ৬৮ জনসহ ২০২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৯০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
১২ উপজেলা দু’ভাগে বিভক্ত করে গতকাল সোমবার সকাল
থেকে বিকলে পর্যন্ত জেলা প্রশাসন ও নির্বাচনী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দিপন সিংহ ও জেলা নির্বাচন অফিসার মো. খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে, সিলেটের ১২ উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে সিলেট সদর উপজেলায় ৭ জন, দক্ষিণ সুরমায় ৩ জন, কোম্পানীগঞ্জে ১০ জন, কানাইঘাটে ৪ জন, ফেঞ্চুগঞ্জে ৮ জন, বালাগঞ্জে ৪ জন, বিশ্বনাথে ৬ জন, গোয়াইনঘাটে ৮ জন, জৈন্তাপুরে ৩ জন, জকিগঞ্জে ৪ জন, গোলাপগঞ্জে ৫ জন, বিয়ানীবাজারে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সদর উপজেলায় ১২ জন, দক্ষিণ সুরমায় ৯ জন, কোম্পানীগঞ্জে ৭, কানাইঘাটে ৬, ফেঞ্চুগঞ্জে ৭, বালাগঞ্জে ৫, বিশ্বনাথে ১০, গোয়াইনঘাটে ৭, জৈন্তাপুরে ৮, জকিগঞ্জে ৭, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদরে ৩, কোম্পানীগঞ্জে ৪, কানাইঘাটে ১, ফেঞ্চুগঞ্জে ৪, বালাগঞ্জে ৩, বিশ্বনাথে ৫, দক্ষিণ সুরমায় ৪, গোয়াইনঘাটে ৪, জৈন্তাপুরে ৬, জকিগঞ্জে ৪, গোলাপগঞ্জে ৩ ও বিয়ানীবাজারে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।