বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ৩য় বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। শনিবার দুপুরে চাউলধনী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ওই ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার ৮৯জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২ লাখ ৮১ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাউলধনী স্কুল এন্ড কলেজের ভূমিদাতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান।
ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাব্বত শেখ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী।
চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন ও শফিক আহমদ পিয়ারের যৌথ উপস্থাপনায় সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, ট্রাস্টের সহ-সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান নুরু, ট্রাস্টের ইসি মেম্বার ওয়ারিছ উদ্দিন, ট্রাস্টের ট্রাস্টী সাহিদুর রহমান ও শেখ জুবের আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন ও কোরআন তেলাওয়াত করেন অষ্টম শ্রেণীর ছাত্র নাঈম।