রিপলু চৌধুরী
আজ এই ফাগুনে প্রথম দিনে
দেখা হবে তোমার সনে
কৃষ্ণ চূড়া লাল হয়েছে
আজ ফাগুনে কুঞ্জ বনে।
হলুদ রঙের শাড়ি পরে
কৃষ্ণ চূড়া মাথায় দিয়ে
এসো তুমি বসন্তের সাজে
আমাকে দাও প্রিয় রাঙিয়ে।
তোমার হাতে হাতটি রেখে
যাবো দুজন হারিয়ে
বসন্তের এই মুক্ত বাতাসে
লাগবে শুধু দুজনের গায়ে।
তুমি আমি দুজন মিলে
গাইবো বসন্তেরি গান
বসন্তের ফুলেল সুবাসে
জোরাইবে দুজনের প্রাণ।
আসো তুমি আজ বসন্তে
আমার এই কুঞ্জ বনে
মনের যতো জমানো কথা
বলবো আমি তোমার কানে।