যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট জেলার অধীনে সিলেট আঞ্চলিক মানব সম্পদ কেন্দ্রে ৩ দিনব্যাপী ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন, আয় বর্ধক কর্মসূচি প্রকল্প ব্যবস্থাপনা, নেতৃত্ব বিকাশ, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান গতকাল ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ.জেড রওশন জেবীন রুবা। বিশেষ অতিথির বক্তব্য সিলেট জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মতিউর রহমান মতি, সিলেট সদর যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবির।
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রশিক্ষণ যুব সংসদের সাধারণ সম্পাদক যুব সংগঠক আফিকুর রহমান আফিক, আঞ্চলিক মানব সম্পদ কেন্দ্রের কম্পিউটর সহকারী প্রশিক্ষক নাছিমা আক্তার, ইলেক্ট্রনিক্স প্রশিক্ষক কামরুন নাহার, প্রশিক্ষণার্থী আব্দুল কাদির মাহমুদ ও মোঃ পারুল মিয়া প্রমুখ।
প্রধান অতিথি এ.জেড রওশন জেবীন রুবা বলেন, দক্ষ যুব শক্তি গড়ে তোলা ছাড়া দেশের অর্থনীতির চূড়ান্ত শিখরে উঠা সম্ভব নয়। প্রশিক্ষণের বিষয় অনুধাপন করতে পারলে প্রশিক্ষণপ্রাপ্ত যুবরা নিজ এলাকায় গিয়ে ভূমিকা রাখতে সক্ষম হবে। বিজ্ঞপ্তি