বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মতিন এর ইন্তেকাল

30

সিলেটের বিশিষ্ট আলেমে দ্বীন, বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ভুরকী হাবিবিয়া হাফিযিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা আব্দুল মতিন আর নেই। গতকাল রবিবার (১০ ফেব্র“য়ারি, ২০১৯) সকাল ৯ টায় তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা আব্দুল মতিন অত্যন্ত জনপ্রিয় একজন আলিম ও বুযুর্গ ব্যক্তিত্ব ছিলেন। তিনি ১৯৫৪ সালে সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসা থেকে কামিল পাস করেন। ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি সৎপুর কামিল মাদরাসায় শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। তিনি ১৯৭৭ ইং সনে ভুরকী হাবিবিয়া হাফিযিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠা করেন এবং আমৃত্যু এর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর একজন একনিষ্ঠ অনুসারী ছিলেন। রোববার রাত ৯ টায় তাঁর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ভুরকী হাবিবিয়া হাফিযিয়া দাখিল মাদরাসা সংলগ্ন মাঠে তাঁর জানাযার নামায অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি