জাফলংয়ে বিদেশী ১২ বোতল মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

33

স্টাফ রিপোর্টার :
জাফলং থেকে বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত শনিবার রাতে সোনাটিলা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপু নমসূত্র (২০) গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম পুঞ্জির অধীর নমসূত্রের পুত্র।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, সিলেট জেলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম এর নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের তত্ত্বাবধানে এসআই আব্দুল মান্নানের এর নেতৃত্বে শনিবার রাত সাড়ে ৭ টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং সোনাটিলা এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় ম্যাকডুয়েলস মদসহ মাদক ব্যবসায়ী অপু নমসূত্রকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এসআই আব্দুল মান্নান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছে। ধৃত অপু দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় গোপনে মদ বিক্রি করে মর্মে জানা যায়। তাকে গ্রেফতার করায় এলাকার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে। এরই মধ্যে আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (উত্তর জোন) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বুরহান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। উত্তর জোন এলাকায় মাদক নির্মূলে কার্যকর অভিযান অব্যাহত থাকবে।