ওসমানীনগরে ব্যবসায়ী ইউনুছ হত্যা ॥ পরিকল্পিত হত্যাকান্ড ঘটিয়েছে আটককৃত চার জন

56

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে ব্যবসায়ী ইউনুছ আলী খুনের ঘটনায় ৪জনকে আটক করেছে থানা পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বিষষটি নিশ্চিত করে শুক্রবার বিকালে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফ্রিংকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল মোঃ সাইফুল ইসলাম ও ওসমানীনগর থানার অফিসার ইনচার্য এস এম আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ৪জন খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। হত্যাকারীরা ব্যবসায়ী দোকান নিতে পরিকল্পিত ভাবে হত্যাকান্ড ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। পরিকল্পনা অনুযায়ি নিহত ইউনুছকে ঘুম থেকে ডেকে তুলে চারজন মিলে মারপিট করে একপর্যায়ে রড দিয়ে মাথার ডানপাশে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। পরে নিহত ইউনুছের মৃত দেহ দোকানের ভিতরে নিয়ে কম্বল দিয়ে মুড়িয়ে রেখে ঘাতকরা স্বাভাবিক অবস্থায় চলে যায়। আটককৃতদের আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে। হত্যাকান্ডের ঘটনায় পুলিশের হাতে আটককৃতরা হলো-ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউপির আব্দুল্লাপুর গ্রামে আব্দুল বারির পুত্র ফয়েজ আহমদ (২০), একই ইউনিয়নের উত্তর কালনিরচর গ্রামের আশিক মিয়ার পুত্র ফাহিম আহমদ ধন মিয়া (২০), নেত্রকোনা জেলার মদন থানার বর্তমানে উপজেলার তালেরতল এলাকার বাসিন্দা হারিছ মিয়ার পুত্র অলিউর রহমান অলি (২০) ও নিহত ব্যবসায়ীর দোকান কর্মচারী বিশ্বনাথ উপজেলার মুফতিরগাঁও গ্রামের কনর মিয়ার পুত্র বাদশা মিয়া (২৩)। বাদশা মিয়ার পরিবার নিয়ে বর্তমানে উপজেলার কাজির গাঁও এলাকায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছে।
উল্লেখ্য, উপজেলার দক্ষিণ তাজপুর এলাকার সিলেট-ঢাকা মহাসড়ক সংলগ্ন মায়ের দোয়া সিট সেন্টার নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ইউনুছ মিয়া বুধবার তার ব্যবসা প্রতিষ্টানে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হন। বৃহস্পতিবার সকালে মাথা থেঁতলানো অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহতের ভাই মোজাম্মেল হোসেন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১৭।