ক্রীড়াঙ্গন রিপোর্ট :
অবশেষে পাকিস্তান ক্রিকেটের সকল ফরম্যাটেই ফেরা হলো পেসার মোহাম্মদ আমিরের। সর্বশেষ তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে জায়গা করে নিলেন।
এর আগে এশিয়া কাপে আমিরের বাজে পারফরম্যান্সে তিনি তিনটি ফরম্যাট থেকেই বাদ পড়েছিলেন। তবে চলমান প্রোটিয়া সফরে টেস্ট ও ওয়ানডে ফিরে দুর্দান্ত খেলেছেন।
নির্বাচকরা আগের দলের ১৫ জনের মধ্যে ১৪ জনকেই রেখেছেন। যেখানে সর্বশেষ পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ খেলেছিল।
তারকা ফাস্ট বোলার আমির দলে ঢুকলেন ওয়াকাস মাকসুদের পরিবর্তে।
এক ফেব্রুয়ারি কেপটাউনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ অনুষ্ঠিত হবে।
স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), আসিফ আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, হুসেন তালাত, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, সাহেবজাদা ফারহান, শাদাব খান, শাহীন আফ্রিদি, শোয়েব মালিক, উসমান শিনওয়ারী।