রাকিব বিন মোস্তফা
সরল মানুষ সভ্য হল
চালাক হল গেঁয়ো,
অগ্রগতির ছোয়াছে রোগে
বদলে সবই গেল।
সত্য-ন্যায়ে অকাল দেশে
মানবতার নেই লেশ,
ন্যায্য অধিকার পেতে গিয়ে
কাঠ-খর সব শেষ।
আপনজন শুত্রু হল
স্বার্থে লেগে টান,
নির্মমতার শত ঘটনা
সদা দৃশ্যমান।
লোভ,হিংসা,অহংকারে
যাচ্ছে জাতি ডুবে,
সরলতার আয়ূ কমেছে
বদলে গেছে সবে।