গত ৩১ ডিসেম্বর সিলেট-সুনামগঞ্জ সড়কে মাহতাবপুর মৎস আড়ৎ বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হন উপশহর দারুল আজহার মাদরাসার শিক্ষক ফজলুর রহমান চৌধুরী। এতে তার পরিবারের ৪ টি সন্তান ও স্ত্রী অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন। এই ঘটনায় তার মামাতো ভাই কাজী ফজল বিশ্বনাথ থানায় একটি মামলা করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এর প্রতিবাদে নিহত শিক্ষক পরিবারেকে ক্ষতিপূরণ ও দুর্ঘটনায় জড়িত চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা প্রশাসকের এম কাজী এমদাদুল ইসলামের কাছে বুধবার স্মারকলিপি দিয়েছে উপশহর এলাকার শিক্ষক ও অভিভাবকরা।
স¥ারকলিপিতে তারা, সর্বস্তরের শিক্ষক এবং অভিভাবকদের পক্ষ থেকে জেলা প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে বলেন। স্মারকলিপিতে স্মাক্ষর করেন, মাদরাসার শিক্ষক আবুল হোসেন সুফি, মঞ্জুর এ মওলা, সজ্জাদ খান মাওলানা ইউনূসসহ ২৭ শিক্ষক। বিজ্ঞপ্তি