বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ জানুয়ারী শনিবার অলংকারী ইউনিয়নের খাঁন কমিউনিটি সেন্টারে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রম, ঢাকা’র পরিচালক ড. মির শাহ আলম বলেন, প্রবাসীরা দেশের উন্নয়নে অনন্য ভূমিকা রাখছেন।
সুদূর যুক্তরাজ্যে বসবাস করলেও তারা দেশ এবং দেশের অসহায় মানুষের সাহায্যার্থে প্রতিনিয়ত এগিয়ে আসেন। অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট অসহায় দরিদ্রদের মধ্যে যে চিকিৎসা সেবা প্রদান করেছে তা প্রশংসার দাবী রাখে। এভাবে সবাই এগিয়ে আসলে অসহায়দের দুর্ভোগ লাঘব হবে। অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সভাপতি এমএ মল্লিক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গিয়াস মিয়া ও সংগঠক সুরমান আলীর যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. মো. শামছুল ইসলাম, ইবনেসিনা হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. মাসুদ গনি, অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হোসেন রুহেল, কামালবাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ,কে, এম মনোওর আলী, দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, বিশ্বনাথ বার্তা সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, প্রাইম ব্যাংক বিয়ানীবাজার শাখার ম্যানেজার তাজ উদ্দিন আহমদ, মাওলানা কাজি আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য সাহেকুর রহমান, সংগঠক সিতার মিয়া, শেখ আব্দুস শহিদ।
শুভেচ্ছা বক্তব্য দেন, ট্রাস্টের কোষাধ্যক্ষ বেলাল আহমদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠক রফিকুল ইসলাম ছমির। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল এস ইউকের প্রতিনিধি আব্দুল হাদি, সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, এলাকার মুরব্বি আব্দুল কাইয়ুম, সংগঠক রাসেল আহমদ, দিলোয়ার হোসেন, সাহেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি