প্রতিটি বিদ্যালয়ে নিত্যই শিশুমেলা বসে বলে মন্তব্য করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে আম্বরখানা দরগাগেইট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত দুইদিনব্যাপী শিশুমেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি’র সভাপতিত্বে অনুষ্ঠিত শুভ উদ্বোধন ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভুঁইয়া ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা রানী কর্মকার। জেলা তথ্য অফিসার, মৌলভীবাজার মোঃ সালাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আরও বলেন-আমাদের শিশুকালীন সময়ে শিক্ষা নিয়ে বৃহৎ কোন পরিকল্পনা ছিলনা কিন্তু বর্তমানে শিশু-কিশোরদের নিয়ে প্রধানমন্ত্রীর রয়েছে ব্যাপক পরিকল্পনা। তিনি বলেন-এই শিশু কিশোররাই এক সময় গড়ে তুলবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা। ব্যাপক পরিসরে এ ধরনের শিশু মেলা আয়োজন শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং ব্যাপক পরিসরে এ মেলা আয়োজনের জন্য আয়োজকদেরকে অনুরোধ জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ে ৫জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। উদ্বোধন ও আলোচনা সভার পর মেলামঞ্চে অনুষ্ঠিত হয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ। সমাবেশের শেষার্ধে মেলামঞ্চে পরিবেশিত হয় বিষয়ভিত্তিক সঙ্গীতানুষ্ঠান। সন্ধ্যায় চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে প্রথম দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে। প্রথম দিনের অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ সর্বস্তরের নারী পুরুষ ও কোমলমতি শিশুরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি