সুলতানুল হুফ্ফাজ বোর্ডের তাকমীল ও প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল প্রকাশ

179

দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নের সুলতানুল হুফ্ফাজ বোর্ডের তাকমীল ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ২০১৮ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। মোট পরীক্ষার্থী ১২৫ জন। উত্তীর্ণ হয়েছেন ১০৫ জন। পাসের হার ৮৪%। প্রথম বিভাগে ৩৪ জন, দ্বিতীয় বিভাগে ৩৮ জন, তৃতীয় বিভাগে ৩৩ জন।
প্রথম বিভাগে প্রথম স্থান লাভ করেছে রোল নং ৫১৭, হাফিজ জুনাঈদ আহমদ, সে বিশ^নাথ উপজেলা হাবড়াবাজারের শাহ মাজদাদ ফুরকানিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র। দ্বিতীয় স্থান লাভ করেছে- রোল নং ৪৬১, হাফিজ মোঃ হাকিমুর রহমান, সে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরের মঞ্জলাল দারুল হিফজ ও দারুর ক্বিরাত মাদরাসা ছাত্র, তৃতীয় স্থান লাভ করেছে রোল নং ৫১৬, হাফিজ মোঃ আব্দুর রহমান, সে বিশ^নাথের হাবড়াবাজারের শাহ মাজদাদ ফুরকানিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র।
৩০ পারা প্রথম বিভাগ লাভকারীরা হচ্ছে রোল নং ৫১৭, ৪৬১, ৫১৬ ৫২৮, ৫২৩, ৪৯৪, ৫৬০, ৫৩০, ৫১৪, ৫৫৯, ৫০৬, ৫৪২, ৫৬৯, ৫৪৮, ৫২২, ৪৪৯, ৫২৪, ৫৪৯, ৪৯০, ৫৫৬, ৫৩৯, ৪৭৪, ৪৯৯, ৫১৫, ৫০৭, ৪৮৯, ৪৫০, ৫৪৩, ৪৭৭, ৫৫০, ৪৪৭, ৫৫৫, ৫৪১, ৫৪৫= ৩৪ জন।
দ্বিতীয় বিভাগ রোল নং ৫৬৩, ৪৮০, ৫০০, ৫৩৫, ৪৮১, ৫৭২, ৫৩৬, ৫৫৮, ৪৯৩, ৫০৮, ৪৯৬, ৪৯২, ৫০২, ৪৫৩, ৫৪০, ৫২৭, ৪৭৯, ৫৩১, ৪৯৫, ৫১৩, ৪৩৯, ৪৮৩, ৫২১, ৫৫১, ৫৬১, ৫৬২, ৪৯৮, ৪৭২, ৫৬৫, ৫৭০, ৪৮৭, ৪৫৭, ৪৮৬, ৪৪০, ৫২০, ৫০১, ৪৫৬, ৪৭৫= ৩৮ জন।
তৃতীয় বিভাগ রোল নং ৫৫২, ৫৩৩, ৫৩৪, ৫৫৭, ৪৫১, ৪৭৬, ৪৮২, ৫৫৩, ৫০৩, ৫১০, ৪৪৬, ৪৭০, ৫২৯, ৪৪৮, ৫৩৮, ৫৪৪, ৫৭১, ৪৭৩, ৪৫৫, ৪৪৫, ৪৭১, ৫৬৬, ৪৬৪, ৪৭৮, ৫১১, ৫৩৭, ৫৪৬, ৫৬৪, ৪৮৫, ৫১২, ৪৪১, ৪৫৯, ৪৯৭= ৩৩ জন।
৫ পারা থেকে ২৫ পারা পর্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল ঃ
৫ পারা বৃত্তিপ্রাপ্তদের রোল নং ১ম গ্রেড- ৫১, ০৫, ৬১, ৬৪, ১৩৪, ১৩২= ৬ জন।
২য় গ্রেড- ১৯, ১০৮, ৯৫, ৭৩, ২৩, ১০৭, ০৪, ১৩= ৮ জন।
সাধারণ গ্রেড- ৮৭, ০৬, ৮৯, ১০৪, ৯৭, ৪১, ৬৩, ১৩১, ৩৪, ১০৯, ৩৮, ১১০, ৫৪, ৮৬, ৪৩, ১৬, ১০, ৪৭, ৯৮, ৪২, ৭১, ৭০= ২২ জন
১০ পারা বৃত্তিপ্রাপ্তদের রোল নং ১ম গ্রেড- ২৫০, ১৭০, ২০৩, ২১৮, ২২২, ২১১, ২০২, ১৫৫, ২২৬, ২৫১, ১৮০, ১৬৭, ১৫৬, ২২৭, ১৯১= ১৫ জন।
২য় গ্রেড- ১৭১, ১৯০, ১৬০, ২৪০, ২০৭= ৫ জন।
সাধারণ গ্রেড- ২২১, ২২৪, ২১০, ২১৯, ২২৮= ৫ জন।
১৫ পারা বৃত্তিপ্রাপ্তদের রোল নং ১ম গ্রেড- ২৭১, ৩৪২, ২৬৩, ২৬৫, ৩১৪, ২৯৬, ২৯৭, ২৭২= ৮ জন।
২য় গ্রেড- ২৯৮, ৩০৩, ২৮৪, ৩২৬, ৩৩৮, ৩২৭= ৬ জন।
সাধারণ গ্রেড- ২৭৩, ২৬৪, ২৮৭, ২৮৫, ৩৪৩, ৩১৩, ২৬৬, ২৬৯, ৩১৫= ৯ জন।
২০ পারা বৃত্তিপ্রাপ্তদের রোল নং ১ম গ্রেড- ৩৬১, ৩৫২= ২ জন। ২য় গ্রেড- ৩৮৫, ৩৫৬= ২ জন। সাধারণ গ্রেড- ৩৯২, ৩৫৫, ৩৭২, ৪০৮= ৪ জন।
২৫ পারা বৃত্তিপ্রাপ্তদের রোল নং ১ম গ্রেড- ৫৬৭, ৪১০, ৪১৯, ৪৩৫, ৪৬৮= ৫ জন। ২য় গ্রেড- ৪৩৪, ৪১১= ২ জন। সাধারণ গ্রেড- ৪১৭= ১ জন।
এদিকে হযরত হাফিজ সুলতানুল (রহ:) এর ৮৮ তম ইছালে ছওয়াব উপলক্ষে আগামী ২৬ জানুয়ারী শনিবার তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে ৮০ তম সুলতানুল হুফফাজ বোর্ডের পরীক্ষার পুরস্কার প্রদান করা হবে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফিজ মাওলানা মুফতী মিজানুর রহমান। বিজ্ঞপ্তি