স্পোর্টস ডেস্ক :
টানা চার জয় নিয়ে উড়তে থাকা ঢাকা ডায়নামাইটসের জয়রথ থামাল রাজশাহী কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার দিনের প্রথম ম্যাচে রাজশাহীর কাছে ২০ রানে হারে ঢাকা। পাঁচ ম্যাচ খেলে ঢাকার এটি প্রথম হার। হারলেও আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ঢাকা। অন্যদিকে, ছয় ম্যাচ খেলে রাজশাহীর এটি তৃতীয় জয়। বাকি তিন ম্যাচে হেরেছে তারা।
এই জয়ের মাধ্যমে রাজশাহী হারের প্রতিশোধ নিল। কারণ ঢাকার কাছে ৮৩ রানের হারের মাধ্যমে বিপিএল শুরু করেছিল মেহেদী হাসান মিরাজের দল। সিলেটে গিয়ে সেই হারের প্রতিশোধ নিল রাজশাহী। বুধবারের ম্যাচের মাধ্যমে রাজশাহী কিংসের সিলেট পর্ব শেষ হয়েছে।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে রাজশাহী কিংসের দেয়া ১৩৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় ঢাকা ডায়নামাইটস। দলের পক্ষে ১৪ বলে ২১ রান করেন নুরুল হাসান সোহান। তিনিই দলের সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান।
রাজশাহী কিংসের বোলারদের মধ্যে চার ওভারে ৮ রান দিয়ে তিন উইকেট নেন স্পিনার আরাফাত সানি। তিনি একটি ওভার মেডেন প্রমাণ করেন। চার ওভারে ১৯ রান দিয়ে একটি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। তিন ওভারে ১৮ রান দিয়ে দুই উইকেট নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এছাড়া কামরুল ইসলাম রাব্বী ১টি ও ইসুরু উদানা ১টি করে উইকেট শিকার করেন।
ঢাকা ব্যাটিংয়ে নেমে শুরুতে সুনিল নারিনকে হারায়। দ্বিতীয় ওভারে নারিনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মিরাজ। তৃতীয় ওভারে হযরতউল্লাহ জাজাইকে বোল্ড করেন ইসুরু উদানা। চতুর্থ ওভারে রায়ান টেন ডেসকাটের হাতে ক্যাচ বানিয়ে আন্দ্রে রাসেলকে ফেরান আরাফাত সানি।
নবম ওভারে আরাফাত সানির বলে ক্রিশ্চিয়ান জঙ্কারের হাতে ক্যাচ হন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। ১১তম ওভারে রনি তালুকদারকে বোল্ড করেন সানি। ১৬তম ওভারে মিরাজের বলে উড়িয়ে মারতে গিয়ে শাহরিয়ার নাফিসের হাতে ক্যাচ হন মোহাম্মদ নাঈম।
দলীয় ৮৪ রানে ৬ উইকেট পড়ে গেলেও জয়ের সম্ভাবনা ছিল ঢাকার। কিন্তু ১৭তম ওভারে পোলার্ড আউট হয়ে যাওয়ায় সেই আশা শেষ যায়। ১৮তম ওভারে রুবেল হোসেন রান আউট হন। নুরুল হাসান সোহান মেরে খেলার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। ২০তম ওভারে তিনি আউট হয়ে যান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে রাজশাহী কিংস। দলে প্রথমবারের মতো সুযোগ পেয়ে দারুণ একটি ইনিংস খেলেন মার্শাল আইয়ুব। ৩১ বলে ৪৫ রান করেন তিনি। প্রথমবার সুযোগ পেয়ে শাহরিয়ার নাফিস করেন ২৫ রান। ঢাকা ডায়নামাইটসের স্পিনার সুনিল নারিন চার ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট নেন। এছাড়া আন্দ্রে রাসেল ১টি, সাকিব আল হাসান ১টি ও আলিস আল ইসলাম ১টি করে উইকেট শিকার করেন।
রাজশাহী ব্যাটিংয়ে নেমে দলীয় ২ রানে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে হারালেও পরে নাফিস ও আইয়ুব দলকে ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। দুজনে মিলে ৭৫ রানের জুটি গড়েন। দলীয় ৭৭ রানে নারিনের বলে রুবেলের হাতে ক্যাচ হন নাফিস। ১২তম ওভারের দ্বিতীয় বলে আউট নাফিস হয়েছিলেন। এই ওভারের চতুর্থ বলে মার্শাল আইয়ুবও ফিরে যান। এরপরই দলের রানের গতি স্লো হয়ে যায়।
১৭তম ওভারে আলিসের বলে স্ট্যাম্পিং হন জাকির হাসান। ১৮তম ওভারে নারিনের বলে এলবিডব্লিউ হন ডেসকাট। ১৯তম ওভারে সাকিবের বলে স্ট্যাম্পিং হন সেকুগে প্রসন্ন। ম্যাচ সেরা হন রাজশাহী কিংসের আরাফাত সানি।