পথের শিশু

24

হাসান ফখরুল

মোদের সোনার দেশে
শত শিশু হাসে,
শত শিশুর পাশে
কিছু শিশু আছে।

তাদের নেই-তো আপনজন,
আছে দুঃখ ভরা জীবন।

তাদের দেখতে যদি চাও
ঐ শহরে পথের ধারে যাও।

তাদের জন্ম পথের ধারে
ঐ ছোট্ট কোটির ঘরে।

তাদের ঝোটে নাকো অন্ন,
ছোটে তারা খাবারের জন্য।

তাদের জন্য কাঁদে যাদের মন,
নয়-রে বৃথা সার্থক তাদের জীবন।