গোয়াইনঘাটে নিজ শরীরে আগুন দিয়ে দশম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

33

মোঃ করিম মাহমুদ লিমন গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাটে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দশম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে। গত রবিবার রাত সাড়ে ১০টায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ লাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের জেসমিন আক্তার (১৫) উপজেলার দক্ষিণ লাঠি গ্রামের শামছুল হকের মেয়ে এবং পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। সে এবারের এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিলো। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাত সাড়ে ১০টায় জেসমিন পরিবারের অজান্তে কেরোসিনের বোতল নিয়ে বাড়ীর পাশে চলে যায় এবং সেখানে গিয়ে নিজের শরীরের কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার আর্ত-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলেও ততক্ষণে জেসমিনের শরীরের প্রায় বেশীর ভাগ অংশই আগুনে ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজন ও প্রতিবেশীরা তাকে সিওমেক হাসপাতালে নিয়ে যান। এরপর প্রায় ১৬ ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল সোমবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ সিওমেক হাসপাতালে রয়েছে।