সিলেটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত ॥ বঙ্গবন্ধু ছিলেন মুক্তিযুদ্ধে বাঙালি জাতির প্রেরণা

33
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

স্টাফ রিপোর্টার :
সিলেটে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ঐতিহাসিক ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, সারাদেশে সংগঠনের কাযার্লয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে দিবসটি যথাযোগ্য মযার্দায় বাংলাদেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা এবং থানা পর্যায়ে এ দিবটি পালন করা হয়।
এদিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে চালিবন্দরস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক এমপি সৈয়দা সেবুন্নেছা হক, সহ সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওয়র, যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, অধ্যাপক জাকির হোসেন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, মহানগর আওয়ামী লীগ নেতা জুবের খান, আজহার উদ্দিন জাহাঙ্গীর, কবির উদ্দিন আহমদ, আব্দুস সোবহান, জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, মহানগর শ্রমিকলীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন কামরান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, রশিদ আহমদ, আওয়ামীলীগ নেতা বেলাল খান, আবুল কালাম ফনিক, আজাদ হোসেন, এম. এইচ. ইলিয়াছ চৌধুরী দিনার, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সোহেল আহমদ সাহেল, শেখ আবুল হাসনাত বুলবুল, মেহেদী কাবুল, সারোয়ার হোসেন সবুজ, মোহাম্মদ শাহনুর, এ. কে. এম. মাহমুদুল হাসান সানী, মিফতাহুল হোসেন লিমন, নাজমুল ইসলাম এহিয়া, জুনু মিয়া, ইরান মিয়া, মানিক মিয়া, মাহুবুবুর রহমান, সালাই উদ্দিন বক্স সালাই, আলকাছ আহমদ প্রমুখ।
সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার, জাতীয় চার নেতা ও সদ্য প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফ আহমদ এবং ৩০ ডিসেম্বর নির্বাচনের পূর্বে বিএনপি-জামায়াত কর্তৃক নিহত দলীয় নেতাকর্মীদের সমবেদনা ও তাদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভাপতির বক্তব্যে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৯ মাস ১৪ দিন কঠিন পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন হয়ে দেশে ফিরে আসেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাঁর নামেই মুক্তিযুদ্ধ চলতে থাকে। তিনিই ছিলেন মুক্তিযুদ্ধে বাঙালি জাতির প্রেরণার উৎস। বাঙালি জাতি তাদের নেতাকে পেয়ে আনন্দে উল্লাসিত হয়ে উঠে। সশ্রদ্ধ চিত্তে তিনি সবার ত্যাগের কথা স্মরণ করেন, সবাইকে দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করেন।
তিনি- তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর আহবান জানান। শেখ হাসিনার নেতৃত্বে এদেশে ভাগ্য পরিবর্তনের যে কাজ চলছে সে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এসো বঙ্গবন্ধুকে জানি : বিগত বছরের ধারাবাহিতায় এবারো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছে ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ নামের সামাজিক সংগঠন। ১০ জানুয়ারি বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিযোগিতা হয়।
কাসমির রেজার সভাপতিত্বে ও সুরাইয়া আক্তারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংবাদিক আল আজাদ, অষ্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহিরুল ইসলাম সিদ্দিকী, মুক্তিযোদ্ধা গবেষক হাসান মুর্শেদ প্রমুখ।
শাবি থেকে সংবাদদাতা জানিয়েছেন : যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এ উপলক্ষে বৃহ¯পতিবার (১০ জানুয়ারী) বেলা ১টায় এক র‌্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পন করেন সভাপতি রুহুল আমিন এবং সাধারণ স¤পাদক ইমরান খানসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখা : ১০ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় সিলেট নগরীর পুরান লেনের সমবায় ভবনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের জেলা শাখার সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা: আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সহ-সভাপতি এস এম জহুরুল ইসলাম, প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী খান, সিনিয়র সদস্য মো: বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর, সদস্য হামিদ হোসেন আকাশ, পিআইবি প্রশিক্ষণ প্রাপ্ত শাহানা পারভীন খান প্রমুখ।
জগন্নাথপুর থেকে সংবাদদাতা জানিয়েছেন : জগন্নাথপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ১০ জানুয়ারি বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা আ’লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ’লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, রাণীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজলুল হক, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী আবদুল গফুর, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, এম ফজরুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহির আলী, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।