সাত বছর জনশূন্য দিবস পালিত

15

বাংলাদেশ মণিপুরী যুব সমিতির উদ্যোগে সাত বছর জনশূন্য দিবস (চাহি তারেৎ খুনতকপা) মহারাজ গম্ভীর সিং স্মরণ পালিত হয়েছে। বুধবার সকাল নয়টায় মৌলভীবাজার কমলগঞ্জের চিৎলীয়া গ্রামের গম্ভীর সিং মেমোরিয়াল এন্ড রিসার্চ সেন্টারে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে সকাল সাড়ে নয়টায় বেডিতে পুষ্প অর্পণ শেষে বেলা ১১টায় শুরু হয় আলোচনা সভা। সভায় গম্ভীর সিং মেমোরিয়াল এন্ড রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক নৃপেন্দ্র কুমারের সভাপতিত্বে বাংলাদেশ যুব সমিতির (বামযুস) কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অবুজম মণিভন্দ্রের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বামযুসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম মহেন।
সভার শুরুতে গম্ভীর সিং মেমোরিয়াল এন্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক প্রায়ত হাওবাম ফাল্গুনী সিংহের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় স্বাগত বক্তব্য দেন অবুজম অরুণ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মনিপুরি কালচারাল কমপ্লেক্সের আহবায়ক এল জয়ন্ত কুমার সিংহ, য়ুমনাম চাউবা। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নিরঞ্জন সিংহ, ওইনাম পামহৈবা, সানাবী মৈতৈ প্রমুখ। বিজ্ঞপ্তি