কাজিরবাজার ডেস্ক :
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদে ১৩, উপপরিচালক পদে ২৭ ও সহকারী পরিচালক পদে ৩৫ জনের পদোন্নতি হয়েছে। সোমবার (৭ জানুয়ারি) সংস্থাটির পরিচালক (প্রশাসন ও সংস্থাপন) জালাল সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।
পদোন্নতি পেয়েছেন যারা:
উপপরিচালক থেকে পরিচালক হয়েছেন: দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক এটিএম ফজলুল হক, আব্দুল্লাহ আল জাহিদ, মো. কামরুল আহসান, গোলাম শাহরিয়ার চৌধুরী, মো. জুলফিকার আলী, মো. মনিরুজ্জামান খান, মো. মাহমুদ হাসান, মো. মনজুর মোরশেদ, এসএম মফিদুল ইসলাম ও সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর মো. মোরশেদ আলম।
এছাড়া কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শফিকুর রহমান ভুইয়া, যশোর কার্যালয়ের আব্দুল গাফফার ও রাজশাহী কার্যালয়ের মো. আবদুল করিমকে পরিচালক করা হয়েছে।
সহকারী পরিচালক থেকে উপপরিচারলক হয়েছেন: দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আইয়ুব আলী খান, মো. আলী আকবর, দেওয়ান শফিউদ্দিন আহমদ, কামরুজ্জামান, মো. মাহমুদুর রহমান, মো. মনিরুজ্জামান, মো. মাসুদুর রহমান, এএসএম সাজ্জাদ হোসেন, আশিস কুমার পুন্ডু, ফারজানা ইয়াসমিন, মো. ফারুক আহমেদ, সেলিনা আকদার মনি, মো. নাজমুল হাসান, মো. মোয়াজ্জেম হোসেন, মো. নাজমুস সাদাত ও মো. জাকারিয়া।
এছাড়া সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহাকরী পরিচালক মো. নুর ই আলম, মো. জাহঙ্গীর আলম, পুটুয়াখালী কার্যালয়ের দেবব্রত মন্ডল, কুষ্টিয়া কার্যালয়ের হাফিজুল ইসলাম, রংপুর কার্যালয়ের আবু হেনা আশিকুর রহমান, ময়মনসিংহ কার্যালয়ের মো. মোস্তাফিজুর রহমান, নোয়াখালী কার্যালয়ের মো. মশিউর রহমান, ফরিদপুর কার্যালয়ের নাসির উদ্দিন আহমেদ, যশোর কার্যালয়ের বেগম রিজিয়া খাতুন, হবিগঞ্জ কার্যালয়ের মো. নুরুল হুদা ও জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর অজয় কুমার সাহা উপপরিচারলক পদে পদোন্নতি পেয়েছেন।
উপসহকারী পরিচালক থেকে সহকারী পরিচালক হয়েছেন: দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক আবু বকর সিদ্দিক, মো. ওয়াহিদুজ্জামান, মো. আবুল বাশার, আকবর আলী, মো. ইসমাইল হোসেন, সিলভিয়া ফেরদৌস, মো. জয়নাল আবেদীন, রাফি মোহাম্মদ নাজমুস সাদাত, ফাতেমা সরকার, নেয়ামুল আহসান গাজী, আজিজুল হক, নুরজাহান পারভীন, আফরোজা হক খান, মো. সাইফুল ইসলাম, আবদুল কাদের ভুইয়া, সোহানা আকতার, ওমর ফারুক, মো. মনোয়ারুল ইসলাম, জিএম আহসানুল কবির, মো. সাইদুজ্জামান, মো. তাজুল ইসলাম ভুইয়া, মো. রুহুল আমীন, সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর মেফতাহুল জান্নাত, মানসি বিশ্বাস, মাহবুবুল আলম ও ঢাকা-২ এর আতাউর রহমান সরকার।
এছাড়া কুমিল্লা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোস্তাফ বোরহান উদ্দিন আহমদ, খুলনা জেলা কার্যালয়ের মো. মোশরাফ হোসেন, তরুণ কান্তি ঘোষ, যশোর কার্যালয়ের মো. রফিক উদ্দিন খান, তানবির আহমদ, সিলেট কার্যালয়ের সরকার মনজুর আহমেদ, পাবনা কার্যালয়ের মো. সিরাজুল হক, কুষ্টিয়া মো. মাহফুজুল ইসলাম ও রাঙামাটি জেলা কার্যালয়ের আবুল বাশারকে সহকারী পরিচালক করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন বা দুদক বাংলাদেশে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, ও দুর্নীতি প্রতিরোধে গঠিত একটি কমিশন। এটি ২০০৪ সালের ৯ মে মাসের দুর্নীতি দমন আইন অনুসারে কার্যকর হয়েছে। একজন চেয়ারম্যান ও দুজন কমিশনার নিয়ে গঠিত দুর্নীতি দমন কমিশন কার্যালয় ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত।
এ সংস্থার লক্ষ্য হচ্ছে দেশে দুর্নীতি ও দুর্নীতিমূলক কাজ প্রতিরোধ করা।