অনন্য উচ্চতায় শেখ হাসিনা

156

কাজিরবাজার ডেস্ক :
অবিস্মরণীয় হওয়া সড়কে উঠলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে স্বাধীন বাংলাদেশের ৪৭ বছরে অনন্য ইতিহাস সৃষ্টি করলেন তিনি। মৃত্যু ভয়কে পায়ের ভৃত্য করে সততা, প্রজ্ঞা, দক্ষ আর দূরদর্শী নেতৃত্বগুণে শেখ হাসিনা অনেক আগেই দেশের গন্ডি পেরিয়ে স্থান করে নিয়েছেন বিশ্ব নেতৃত্বের কাতারে। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সবকিছু ছাপিয়ে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গেলেন আওয়ামী লীগের সভাপতি। আগামী পাঁচ বছর সফলভাবে দেশ পরিচালনা করার মাধ্যমে বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী সরকারপ্রধানের রেকর্ড গড়ার পথে পা দিয়েছেন তিনি। আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এখন সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নারী সরকারপ্রধানের এলিট ক্লাবে প্রবেশ করেছেন একাত্তর বছর বয়সী শেখ হাসিনা।
বাংলাদেশের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিয়েছেন শেখ হাসিনা, যার নেতৃত্বে চতুর্থবারের মতো রাষ্ট্রক্ষমতায় মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ। এর মাধ্যমে রেকর্ড চতুর্থবার (টানা তৃতীয়বার) প্রধানমন্ত্রী হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। শপথ নেয়ার মাধ্যমে অনন্য ইতিহাসেরও জন্ম দিলেন তিনি। বিশ্বে এমন দৃষ্টান্ত খুব বেশি নেই। বিশ্বের দীর্ঘমেয়াদী সরকারপ্রধানের তালিকায় ইতোমধ্যেই নিজেকে অন্তর্ভুক্ত করেছেন। একই সঙ্গে সপ্তমবারের মতো সংসদ সদস্য হওয়ায় দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চবার জনপ্রতিনিধিও হচ্ছেন শেখ হাসিনা।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে পর পর তিনবার এবং এ পর্যন্ত মোট চারবার প্রধানমন্ত্রী হওয়ার অভূতপূর্ব গৌরব অর্জন করলেন শেখ হাসিনা। লক্ষ্য ঠিক রেখে কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি দেশকে জাদুমন্ত্রের মতো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দক্ষতা দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন গোটা বিশ্বকে। দক্ষ ও দূরদর্শী নেতৃত্বগুণে শেখ হাসিনা ইতোমধ্যেই দেশের গ-ি পেরিয়ে স্থান করে নিয়েছেন বিশ্ব নেতৃত্বের কাতারে। দুনিয়ার প্রভাবশালী সব রাষ্ট্রই একবাক্য বলছে- বাংলাদেশ এখন সারাবিশ্বের সামনে উন্নয়নের রোলমডেল।
শত বাধা-বিপত্তি, প্রতিকূলতা, মনুষ্যসৃষ্ট দুর্যোগ, বার বার তার প্রাণনাশের চেষ্টার সব ষড়যন্ত্র মোকাবেলা করেই ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ১০ বছর শেখ হাসিনার অনবদ্য নেতৃত্বে মানুষকে স্বপ্ন দেখিয়েছেন উন্নত দেশে পরিণত হওয়ার। উন্নত-সমৃদ্ধের মহাসোপানে নিয়ে গেছেন বাংলাদেশকে। দেশের জনগণ এবারের নির্বাচনেও নৌকার পক্ষে গণরায় দিয়ে আস্থা-বিশ্বাস রেখেছেন। শপথ গ্রহণের মাধ্যমে আবারও সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে আগামী পাঁচ বছরে শেখ হাসিনা বদলে দেবেন বাংলাদেশকে। গড়ে তুলবেন উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, দুর্নীতি-সন্ত্রাস-জঙ্গীবাদ-মাদক-সাম্প্রদায়িকতামুক্ত অসাম্প্রদায়িক, উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আরও পাঁচটি বছরের জন্য সরকার পরিচালনার যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী সরকারপ্রধানের রেকর্ড নিজের ঝুলিতে নিতে যাচ্ছেন। বিশ্বের নারী নেত্রীদের মধ্যে যারা সবচেয়ে বেশিদিন সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের কাতারে শেখ হাসিনার অবস্থান মেয়াদের দিক থেকে তৃতীয়। শ্রীলঙ্কার প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকে আধুনিক বিশ্বের প্রথম নারী সরকারপ্রধান ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি তিন দফায় ১৭ বছর ২০৮ দিন দায়িত্ব পালন করেন। দ্বিতীয় অবস্থানে থাকা শ্রীমতি ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র নারী প্রধানমন্ত্রী। ঘাতকের হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দুই দফায় মোট ১৬ বছর ১৫ দিন তিনি ভারত সরকারের নেতৃত্ব দিয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে এ পর্যন্ত তিন দফায় ১৫ বছর দায়িত্ব পালন করেছেন। সোমবারই তিনি শপথ নিয়েছেন আরও পাঁচ বছরের জন্য। এই মেয়াদ পুরো হলে দীর্ঘস্থায়ী নারী সরকারপ্রধান হিসেবে তিনি ছাড়িয়ে যাবেন সবাইকে।