দেশের ইতিহাসের ৫০তম প্রস্তাবিত বাজেট সম্পর্কে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস একযুক্ত বিবৃতিতে বাজেটেকে ‘গতানুগতিক’ আখ্যায়িত করে সাম্রাজ্যবাদ ও তার দালালদের স্বার্থরক্ষাকারী জাতীয় ও জনস্বার্থ বিরোধী বাজেট প্রত্যাখ্যান করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ বলেন বৈশ্বিক মহামারী মোকাবেলায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প ও শ্রমজীবী জনগণের জীবন ও জীবিকা রক্ষার প্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটে কোন দিক নির্দেশনা নাই। প্রচলিত ব্যবস্থায় বাজেট নিয়ে শ্রমিক-কৃষক-জনগণের আশাবাদী হওয়ার কোন সুযোগ নেই। আজ তাই জাতীয় ও জনস্বার্থমুখী বাজেটের পূর্ব শর্ত হচ্ছে জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সমাজ। নেতৃবৃন্দ সেই লক্ষ্য প্রতিষ্ঠায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ ভূমিকা গ্রহণের আহ্বান জানান। সেই সাথে সাম্রাজ্যবাদ ও তার দালালদের স্বার্থরক্ষাকারী জাতীয় ও জনস্বার্থ বিরোধী গতানুগতিক প্রস্তাবিত ২০২১-২২ অর্থ বছরের বাজেট প্রত্যাখ্যান করার জন্য দেশপ্রেমিক জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। বিজ্ঞপ্তি