নুতুন বইয়ের ঘ্রাণ

33

জিল্লুর রহমান পাটোয়ারী

নুতুন বছর নুতুন বইয়ের,
কি সুন্দর তার ঘ্রাণ-
খোকা খুকি ইশকুলে যায়,
আনন্দে মুখে তাদের গান।
বইয়ের পাতায় নুতুন পড়া,
নুতুন নুতুন সব ছড়া –
খোকা খুকির মন ভরে দেয়,
ছড়া গুলো মন কাড়া।
বইয়ের ঘ্রাণ পড়াতে মন,
নুতুন বছর হলো শুরু –
পড়বে ওরা মন দিয়ে সব,
নাইকো মনে ওদের দুরু।
ইচ্ছে ওদের বড় হওয়ার,
পড়ার প্রতি ওদের টান –
দল বাঁধিয়ে ইশকুলে যায়,
গাইছে মুখে ওরা গান।