শরীফ সাথী
শীতের মিঠা রোদের ছোঁয়ায়
গা এলিয়ে কথা বলা
শিশির ভেজা সবুজ বনে
পা মেলিয়ে পথও চলা
শীত শিশিরে কাঁপন সুরে
নিত্য কাটে সকাল বেলা,
ফড়িংয়ের দল মেলে পাখা
সুখ সীমাহীন করে রাখা
শিশিরের ঢেউ দেয় পাড়ি দেয়
সবুজ পাতা করে ভেলা।
রোদ বেরুলেই শীতকে ভুলে
কিচির মিচির ছন্দ তুলে
রবির আলোয় গাছের ডালে
যায় দেখা যায় পাখির মেলা,
এরূপ দৃশ্য বঙ্গ নিয়ে
আপন করে সঙ্গ দিয়ে
শীত সকালে রূপের শোভা
প্রতিদিনই করে খেলা।