সিলেট-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ১৩ ঘন্টা পর যান চলাচল শুরু

41

স্টাফ রিপোর্টার :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাতগাঁও চা বাগানের ভেতরে ঢাকা-মৌলভীবাজার সড়কের নির্মাণাধীন একটি ব্রিজের ডাইভারশনে ৪৫ টনের ক্রেনবাহী একটি ল বেড ট্রেইলারের চাকা ধেবে যায়। ফলে গত বুধবার দিবাগত রাত ২টা থেকে মৌলভীবাজারের সাথে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর প্রায় ১৩ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সাঁতগাও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নানু মন্ডল বলেন, গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে সাতাগাঁও চা বাগানের ভিতরে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তায় (ডাইভারশন) ২২ চাকার একটি ল বেড ট্রেইলারের ৮টি চাকা ধেবে যায়। এর উপরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল ৪৫ টনের একটি ক্রেন। তিনি জানান, গ্যাস ফিল্ডে কাজ করে ঢাকার উদ্দেশ্যে ফিরছিল এটি।
এদিকে ডাইভারশনে ট্রেইলারটি আটকে যাওয়ার কারণে রাত থেকে উভয় পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শেরপুর থেকে একটি উদ্ধারকারী ক্রেন আনা হয়। পরে শ্রীমঙ্গল থানা ও শ্রীমঙ্গল হাইওয়ে পুলিশের সহায়তায় ট্রেইলারটি উদ্ধার করে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।