তাহিরপুরে কোভিড-১৯ ভাইরাস সেম্পুল শনাক্তে বুথ উদ্বোধন

7
তাহিরপুরে কোভিড-১৯ ভাইরাস সেম্পুল শনাক্তে বুথ উদ্বোধন করছেন ইউএনও বিজেন ব্যানার্জী।

বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
তাহিরপুরে কোভিড-১৯ ভাইরাস সেম্পুল শনাক্তে বুথ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নীচ তলায় সেম্পুল শনাক্তে বুথ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন বর্মন, ডা. নিলুফার ইয়াসমিন, ডা. ফয়েজ আহমদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।