বালাগঞ্জ থেকে সংবাদদাতা :
ডিজিটাল নিরাপত্তা (তথ্যপ্রযুক্তি) আইনের মামলায় বালাগঞ্জ উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৭ আসামী সিলেট জেলা দায়রা জজ কোর্টে আত্মসমর্পণ করলে ১৫ জনের জামিন মঞ্জুর করে আর ২ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গতকাল রবিবার সিলেট জেলা দায়রা জজ কোটে জামিন জন্য আবেদন করলে এই ২ জনকে জামিন নামনজুর করে জেল হাজতে প্রেরণ করেন সিলেট অতিরিক্ত জেলা ও দায়রাজজ ১ম আদালতের বিচারপতি মো রাফিউল আলম।
আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, সিলেট জজ কোর্টের সিনিয়র এডভোকেট রেজাউল করিম, সিনিয়র এডভোকেট সামিউল আলম চৌধুরী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, এডভোকেট সাদেক আহমদ, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট রহমত আলী, এডভোকেট মো ফুরাহিম হোসেন।
জেল হাজতে প্রেরণ করা হয় বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির আব্বায়ক কমিটির সদস্য এম মুজিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা শাহজান আহমদ।
জামিন প্রাপ্তরা হলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লাকি আহমদের ছোট ভাই সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক আদিল আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহীন আলম, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা শাহরিয়ার আহমদ খালেদ, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা নুরুল ইসলাম, বালাগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুনেদ আহমদ,বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-জলবায়ু সম্পাদক জাবুল আহমদ, আনছার আলী,আমিনুর রহমান তুহেল, আলীম আহমদ, সোহেল আহমদ মামুন,ইমাম উদ্দিন, নুরুল ইসলাম নিহাদ। বিজ্ঞপ্তি