দোয়ারাবাজারে আ’লীগের অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ

20
দোয়ারাবাজারে আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়ে ভাংচুর-অগ্নিসংযোগের পর পরে থাকা চেয়ার-টেবিল।

দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজারে আ’লীগের নির্বাচনী কার্যালয় ভাংচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার সকালে স্থানীয় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। তাদের দাবি গভীর রাতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আ’লীগের নির্বাচনী কার্যালয় ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা খবর পেয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী এক সভায় উপজেলা আ’লীগ নেতা রোটারিয়ান নুরুল ইসলাম বলেন, জামায়াত-শিবির নেতাকর্মীরা রাতের অন্ধকারে আ’লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন ও ভাংচুর করেছে। সময় মতো খবর না পেলে বড় ধরণের ক্ষয়ক্ষতি সাধিত হতো। পুরো মার্কেটটি আগুনে পুড়ে ছাই হয়ে যেতো। আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল ইসলাম (ডিলার), সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন, যুবলীগ নেতা তোফায়েল আহমদ, উমর ফারুক মাস্টার, সাইফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুস শহিদ, সেলিম মিয়া, হাসিব উদ্দিন, ফজলুর রহমান, ছাত্রলীগ নেতা শাহজালাল প্রমুখ।