সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বেতাউকা নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম হাজী নুরুল ইসলাম চৌধুরীর কনিষ্ট পুত্র ও বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া’র ছোট ভাই বিশিষ্ট সমাজসেবী হাতিয়া পীর আকিল শাহ্ নেছারিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সদস্য বিশিষ্ট ক্রীড়াসংগঠক সালিশী ব্যক্তিত্ব বদরুল ইসলাম চৌধুরী কয়েছ গত ১৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীত ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। মা, স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, দুই ভাই ও ছয় বোনসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন। পরদিন রবিবার বেলা আড়াই টায় নিজ বাড়ীর আঙ্গিনায় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নিজ নাতী হাফিজ মিনহাজুল ইসলাম জানাযায় ইমামতি করেন। জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বকুল, ছিলাউড়া হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, হাতিয়া পীর আকিল শাহ্ নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু সাঈদ মরহুমের ভাই সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া প্রমুখ। পরে মসজিদের পাশে নিজস্ব কবরস্থানে দাফন করা হয়। এদিকে সাংবাদিক মোঃ আমিরুন ইসলাম চৌধুরী এহিয়া’র ভাইয়ের মৃত্যুতে যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, সহ-সভাপতি আব্দুল মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শেখ আব্দুস সোবহান, বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন সিলেট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক বিভাশ রায়। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব কলন্দর আলী, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার পৌর মেয়র মোশারফ মিয়া, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান, ওলিউর রহমান চৌধুরী বকুল, সুনামগঞ্জ জেলা জাসদের মোজাম্মেল হক, হিউম্যান ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেলোয়ান হোসেন খান, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম খান, সিলেট মহানগর জাসদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, ক্রীড়া সংগঠক ছালাহ উদ্দিন আহমদ ও এডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর সমিতির সিলেটের সভাপতি অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খসরু, রায়নগর দপর্ণের আকমল হোসেন।
এদিকে সিলেট প্রেসক্লাবের সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া’র ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক সমাজসেবী বদরুল ইসলাম চৌধুরী কয়েছের মৃত্যুতে যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি