৩০ ডিসেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল-ভয়ভীতি উপেক্ষা করে নির্বিঘেœ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে শামিল হওয়ার জন্য সিলেটের সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর, জেলা উত্তর ও জেলা দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দ।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণের আমীর মাওলানা হাবীবুর রহমান এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান বলেন, তফসিল ঘোষণার পর থেকেই আইনশ্ঙ্খৃলা রক্ষাকারি বাহিনী ও নির্বাচন কমিশনের কর্মকান্ডে আসন্ন একাদশ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। সারাদেশে ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের উপর সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ইতোমধ্যে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে আটকে রাখা হয়েছে। সিনিয়র নেতৃবৃন্দসহ সাধারণ নেতাকর্মীদের উপর একাধিক গায়েবী মামলা দেয়া হয়েছে। যার উদ্দেশ্য হলো ভোটের মাঠ থেকে বিরোধী নেতাকর্মীদের হঠিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে গদি দখল করা। কিন্তু সরকারের সকল জুলুম উপেক্ষা করে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সকল ভয়-ভীতি উপেক্ষা করে ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সাহসী ভূমিকা পালন করতে হবে। বিজ্ঞপ্তি