স্টাফ রিপোর্টার :
এদাকশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোন ধরনের সহিংসতা ও নাশকতা ঠেকাতে এবং সার্বিক নিরাপত্তা জোরদারে সিলেটে প্রস্তুতি নিয়ে মাঠে আছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ছিল র্যাবের টহল। সন্ধ্যার পর থেকে এ টহল আরও জোরদার করা হয়। নগরীর বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বর খানা, রিকাবীবাজার, সুবিদবাজার, দর্শন দেউরি, সোবহানীঘাট, উপশহরসহ বিভিন্ন এলাকায় র্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে।
র্যাবের এক কর্মকর্তা জানান- নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে কোন ধরনের নাশকতা তৈরি করতে না পারে এবং সার্বিক নিরাপত্তা বজায় তাকে সেজন্য সিলেটে সতর্ক অবস্থানে আছে র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বলেন, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলকাগুলোতে র্যাবের টহল রয়েছে। সন্ধ্যার পর থেকে এ টহল আরও জোরদার করা হয়েছে।