প্রেসক্লাবে প্রাক্তন দুই শিক্ষার্থীর সংবাদ সম্মেলন ॥ পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চবিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠান স্থগিতের আহ্বান

5

স্টাফ রিপোর্টার :
দায়সারা আয়োজন ও প্রাক্তন অধিকাংশ শিক্ষার্থীকে সম্পৃক্ত না করায় বিয়ানীবাজার উপজেলার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠান স্থগিতের আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রাক্তন দুই শিক্ষার্থী। সোমবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ আহবান জানান তারা।
তাদের অভিযোগ, ‘১০৫ বছরে এসে শতবর্ষ অনুষ্ঠান দায়সারাভাবে আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে পড়াশুনা করে অনেক জ্ঞানী-গুণীজন তৈরি হলেও তাদের সম্পৃক্ত না করেই অনুষ্ঠান আয়োজন কোনোভাবে মেনে নেওয়া যায় না।’
প্রাক্তন শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘শতবর্ষপূর্তি অনুষ্ঠানের নামে ছাত্র ও শিক্ষানুরাগী বিত্তশালী ব্যক্তিদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করা হয়। অনুষ্ঠানের নামে নানা টালবাহানা করে বার বার তারিখ পিছিয়ে পাঁচ বছর সময় অতিবাহিত করা হয়েছে। অবশেষে, ১০৫ বছরে এসে আগামী ২৭ ও ২৮ মার্চ শতবর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজনের দায়সারা উদ্যোগ নেওয়া হয়েছে।’
তারা আরও বলেন, ‘এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা দেশে-বিদেশে অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত রয়েছেন। বিয়ানীবাজার উপজেলার ইতিহাস-ঐতিহ্যকে অক্ষুণ্ন রাখার জন্য অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের অধিকাংশ ব্যক্তিকে শতবর্ষপূর্তি অনুষ্ঠানের মতো একটি মিলনমেলায় সম্পৃক্ত করা হচ্ছে না। যা বিয়ানীবাজারের শিক্ষানুরাগী, ছাত্র-শিক্ষক, জনতা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছেন না।’
আয়োজকদের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। বলেন, ‘গ্রহণযোগ্য ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের উদযাপন কমিটিতে সম্পৃক্ত না করে যাদের নিয়ে কমিটি করা হয়েছে তাদের এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার মতো যথেষ্ট অভিজ্ঞতা, দক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য উদযাপন কমিটির প্রতি মানুষের কোনো আস্থা নেই বললেই চলে।’
বিদ্যালয় পরিচালনা কমিটি ও বিদ্যালয় সংশ্লিষ্ট কতিপয় বিতর্কিত ব্যক্তির খেয়াল খুশি মতো নিজেদের লোক নিয়ে শতবর্ষ অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেবল একজন বাউল শিল্পীকে দিয়ে শতবর্ষপূর্তির মতো গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অনুষ্ঠান করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই, আগামী ২৭ ও ২৮ মার্চের অনুষ্ঠান স্থগিত করে পরবর্তীতে আরও সময় নিয়ে এলাকার গ্রহণযোগ্য ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে নতুন উদযাপন কমিটি গঠন করার দাবি তাদের। সংবাদ সম্মেলনে পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পক্ষে বক্তব্য দেন আহমেদ মোশতাক ও শমসের আলম।