সরকারি পাইলটে পিএসিতে এ প্লাস ১১৮, জেএসসি ৫৬

47

স্টাফ রিপোর্টার :
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ২৪৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এবার এই স্কুলে জেএসসিতে এ প্লাস এসেছে ৫৬টি। এ পেয়েছে ১শ’ ৫১টি, এ মাইনাস ৩২টি, বি ৭টি, সি ১টি এবং একজন অনুপস্থিত ছিলেন। সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জেএসসিতে পাসের হার ৯৯.৬০%।
এদিকে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পিএসিতে পাশের হার শতভাগ। ১৫৫জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এবারে এ প্লাস পেয়েছে ১শ’ ১৮টি, এ ৩৪টি, এ মাইনাস ১টি, বি ২টি।
ফলাফল প্রকাশের পরে বিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, ছাত্ররা শতভাগ পাশের আনন্দে উল্লাস করছে। বাদ্যবাজনা বাজিয়ে আর নেচে গেয়ে তারা করছেন বিজয়ের উল্লাস।
ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সিলেটে এবার জেএসসিতে ফলাফলের গতবারের চেয়ে কমেছে শতকরা ৯.৫৯%। ২০১১ সালে জেএসসি পরীক্ষা প্রবর্তনের পর এবার পাসের হার ৭৯.৮২, জিপিএ ৫ এবং পাস করা শিক্ষার্থী সংখ্যার দিক থেকে সিলেট শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার।