শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর শহরের শ্যামলী আবাসিক এলাকায় জালালাবাদ ফ্লাওয়ার মিলস অ্যান্ড মহসিন টি হোল্ডিং কোম্পানি লিমিটেডের অফিসে নৈশ প্রহরীকে খুন করে ডাকাতির ঘটনায় সাইদুল ইসলাম (২৮) গ্রেফতার করছে থানা পুলিশ। সাইদুলকে গ্রেফতার পর সচেতন মহলে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।
গতকাল ১৭ ফেব্রয়ারী ভোর রাতে শ্যামলী আবাসিক এলাকায় জালালাবাদ ফ্লাওয়ার মিলস অ্যান্ড মহসিন টি হোল্ডিং কোম্পানি লিমিটেডের অফিস সংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইদুল শ্যামলী আবাসিক এলাকার মৃত হাজী মসকন্দর আলীর ছেলে।
গ্রেফতারকৃত সাইদুলের স্ত্রী জানান, আমার স্বামীকে অযথা হয়রানী করার জন্য ওই ডাকাতি ও খুনের মামলায় ধরে নিয়ে গেছে। আমার স্বামী ধনাঢ্য পরিবারের সন্তান। ছোট থেকে ওই এলাকায় লেখা-পড়া করে বড় হয়েছে সে কি আর এসব ঘটনায় জড়িত থাকতে পারে। আমি আমার স্বামীকে অযথা ওই মামলার ফাঁসানোর দায়ে পুলিশ মহা-পরিদর্শকের কাছে সুবিচার প্রার্থনা করছি।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুল জলিল সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তের স্বার্থে এখন কোন কিছু বলা সম্ভব নয়।
প্রসঙ্গগত: ১৩ ফেব্রয়ারী শুক্রবার ভোররাতে পৌরসভার শ্যামলী আবাসিক এলাকায় জালালাবাদ ফ্লাওয়ার মিলস অ্যান্ড মহসিন টি হোল্ডিং কোম্পানি লিমিটেডের অফিসে এ ডাকাতি হয়। প্রতিষ্ঠানটির মালিক শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু। নিহত হারুন মিয়া (৫৫) উপজেলার আশ্রিদ্রোন ইউনিয়নের নয়াবাড়ীর প্রয়াত কান্দর আলীর ছেলে।
গভীর রাতে ডাকাতদল ওই প্রতিষ্ঠানের নৈশ প্রহরীকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যার পর তালা ভেঙ্গে অফিসের ভেতরে ঢোকে। ডাকাতরা অফিসের কাগজপত্র তছনছ করে এবং লকার ভেঙে নগদ সাড়ে তিন লাখ টাকা,অন্যান্য মালামালসহ ১০ টাকার মাল লুট করে যায়।