সিলেটের সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায় বলেছেন যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে সামাজিক সচেতনতা বাড়াতে পারলে যক্ষ্মা রোগ প্রতিরোধ করা সম্ভব। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা করে বায়ু দূষণ রোধ, রাস্তাঘাট, বাড়ী নির্মাণের কাজে পরিবেশের ভারসাম্য রক্ষার উপর সচেতন হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি গত মঙ্গলবার সিলেট জেলা পর্যায়ে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব সিলেট আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) সিলেটের সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্তে সাধারণ সম্পাদক অমরেন্দ্র দেব রায় প্রদীপের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায়। এতে আলোচনায় অংশ নেন সিলেট যক্ষ্মা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোছাম্মৎ তামান্না বেগম, হিড বাংলাদেশের সিলেট জেলা সুপারেন্টেন মোঃ শাহীন আক্তার, সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ নজরুল, রোটারিয়ান মোঃ শহিদুর রহমান, এম.এ রহিম, সাংবাদিক মোঃ মুহিবুর রহমান, সুমন কুমার চৌধুরী, মন্তোষ সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি