দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে নির্বাচন ঘিরে বিএনপি ও ২৩ দলীয় জোটে দীর্ঘদিনের বিভাজন কেটে ঐক্যরে সুর বইতে শুরু করেছে। প্রতিক বরাদ্দের পর থেকে দুই উপজেলার বিএনপি’র নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রচারণায় এখন মাঠের লড়াইয়ে শরীক হয়েছেন। ইতিমধ্যে মনোনয়ন বঞ্চিত বিএনপি’র কেন্দ্রিয় সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন এবং ২৩ দলীয় জোট-জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী এক সঙ্গে ধানের শীষের প্রচারণা করতে দেখা গেছে।
এ দিকে ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ২৩ দলীয় জোটের অন্যতম শরীক খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন। ওই দলের তৃণমুল নেতা কর্মীরা ধানের শীষে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
দোয়ারাবাজার উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ফারুক আহমদ জানান, বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা শফিক উদ্দিন। ২৩ দলীয় জোটের প্রার্থী মিজানুর রহমান চৌধুরীকে ধানের শীষ প্রতিকে বিজয়ী করতে খেলাফত মজলিসের নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ।
অপর দিকে মান অভিমান ভুলে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছেন জোটের শরীক জামায়াতে ইসলামীর নেতা কর্মীরাও। দুই উপজেলার জামায়াতে ইসলামীর তৃণমূল নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে। সম্প্রতি জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য ও দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুছ এর উপস্থিতিতে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা আনুষ্ঠানিক ভাবে ধানের শীষের সমর্থন জানিয়েছেন।
জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুনুর রশীদ বলেন, এ আসনে ধানের শীষ প্রতিক কে বিজয়ী করতে আমরা এখন ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে কোনো বিভাজন নেই।
উপজেলা বিএনপি’র আহবায়ক সামছুল হক নমু জানান, সুনামগঞ্জÑ৫ আসনে বিএনপি’র কেন্দ্রিয় সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে আমরা এখন ঐক্যবদ্ধ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল নেতাকর্মীরাও এখন উজ্জীবিত।