মরমী কবি আরিজা খাতুনের ১৮তম ওফাত বার্ষিকী আজ ২০ সেপ্টেম্বর পালিত হবে। এ উপলক্ষে কাজিটুলাস্থ হযরত রকীব শাহ্ (র.) মাজার প্রাঙ্গণে বাদ আসর কোরআন খানি, বাদ মাগরিব মিলাদ মাহফিল এবং বাদ এশা মরমী কবি আরিজা খাতুনের জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মরমী কবি আরিজা খাতুনের ওফাত বার্ষিকী উপলক্ষে বনবীথি প্রকাশনী দু’টি বই প্রকাশ করেছে। একটি বইয়ে মরমী কবি আরিজা খাতুনের ‘বিনয় করে কাতর সুরে’ গ্রন্থের ইংরেজী অনুবাদ করেছেন তারই পুত্র ড. কাজী কামাল আহমদ। অন্যটি বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক-সাংবাদিকগণের লেখা নিয়ে ড. কাজী কামাল আহমদের সম্পাদনায় আরিজা খাতুন স্মরণিকা গ্রন্থ। বই দুটির সুদৃশ্য প্রচ্ছদ পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মরমী কবি আরিজা খাতুনের পুত্র ড. কাজী কামাল আহমদ। বিজ্ঞপ্তি