আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ১২ ডিসেম্বর বুধবার দিনব্যাপী ফেঞ্চুগঞ্জ বাজার, পিটাইটিকর, মাইজগাঁও, বিয়ালীবাজার, ঘিলাছড়া, ঘাটেরবাজার, আশিঘরবাজার, নয়াবাজার সহ বিভিন্ন বাজারে গণসংযোগ লিফলেট বিতরণ শেষে ঘিলাছড়ার ঘাটেরবাজারে নৌকার সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় সিলেট-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় আগামী ৩০ ডিসেম্বর ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান এবং তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিগত দশ বছরে দেশে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। এরই অংশ হিসেবে সিলেট-৩ আমার নির্বাচনী এলাকায় আমার প্রচেষ্টায় আট হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। যার সুফল জনগণ ভোগ করছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনার বার বার দরকার। তাই আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় পাঠানোর জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।
জনসভায় ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিজন দেব নাথের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সহ-সভাপতি মীর সাখাওয়াত হোসেন তরু, সিরাজুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, যুগ্ন-সাধারন সম্পাদক জাহিদ ইকবাল সুনাম, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর চৌধুরী, সাধারণ সম্পাদক মিছবা আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল কয়েছ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, ধর্ম সম্পাদক আতিকুর রহমান সুজন, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, মিজানুর রহমান জুয়েল, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান আহমদ লছমান, আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আলো চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলতাউর রহমান রুনু, কৃষক লীগের সভাপতি খলিলুর রহমান কলা, ঘিলাছড়া ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি সোয়াগ মিয়া, তেরা মিয়া, আবুল মেম্বার, আব্দুল মছব্বির মেম্বার, রবি মিয়া, মাসুক উদ্দিন, সামসুদ্দিন, সাধারণ সম্পাদক হাজী আবু মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক কামরানুল ইসলাম কামরান, আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন খাঁন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শাহজান শাহ, সউদি প্রবাসী আওয়ামী লীগ নেতা কামাল আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাছিক আহমদ, সহ-সভাপতি আমিনুল জয়নাল, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান শাহীন, যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, নাসির উদ্দিন রিজু, আব্দুল মালেক পারভেজ আহমদ, রনি আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জুবের সনি,স্বেচ্ছা সেবক লীগ নেতা মিনহাজ উদ্দিন আহমদ,যুবলীগ নেতা জিল্লুর রহমান, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক শেখ মুমিনুল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি