দুই বিজ্ঞ আইনজীবীর সুবণ জয়ন্তী পালন

46
এডভোকেট ফখরুদ্দীন আহমদ ও এডভোকেট আ.ফ.ম কামাল এর সম্মানে জেলা আইনজীবী সমিতি আয়োজিত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মো: গোলাম মর্তুজা মজুমদার।

১০ ডিসেম্বর সোমবার সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী এডভোকেট ফখরুদ্দিন আহমদ ও এডভোকেট আ.ফ.ম. কামাল এর আইন পেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট জেলা আইনজীবী সমিতির আয়োজনে গতকাল সোমবার সমিতির ২ নম্বর বার হলে আইনপেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালার সভাপতিত্বে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সঞ্চালন করেন সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুছ ছাত্তার ও এডভোকেট এন.আই.এম. মাছুম চৌধুরীর এবং সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোঃ গোলাম মর্তুজা মজুমদার।
বিশেষ অতিথি সিলেটের মহানগর দায়রা জজ মোঃ মফিজুর রহমান ভূঞা, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ.এফ. মোঃ রুহুল আনাম চৌধুরী (মিন্টু), সরকারী প্রকৌসুলি এডভোকেট খাদেমুল মিল্লাত মোঃ জালাল। আইনপেশায় ৫০ বৎসর পূর্ণকারী বিজ্ঞ দুই জন সদস্যের উদ্দেশ্যে শ্রদ্ধা স্বারক পাঠ করেন সমিতির সম্মানীত সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল কুদ্দুছ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞ বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রে কাওছার আহমদ। এডভোকেট আব্দুল খালিক, সাবেক সভাপতি, সিলেট জেলা আইনজীবী সমিতি।
সংবর্ধিত অতিথিরা হলেন এডভোকেট ফখরুদ্দিন আহমদ, এডভোকেট আ.ফ.ম. কামাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট মোঃ হাসান আহমদ। বিজ্ঞপ্তি