বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে যাত্রী উঠা-নামা নিয়ে দুই চালকের বাকবিতন্ডা নিয়ে রিক্সা ও অটোরিক্সা চালকদের মধ্যে হামলা পাল্টা হামলায় কমপক্ষে ১০জন আহত হয়েছেন। গুরুতর আহত অটোরিক্সা চালক শুকুর আলী (২৩), জায়েদ আমিন (২০), ব্যাটারি চালিত অটোরিক্সা সমিতির সভাপতি মুস্তাক আহমদ খান (৩০), তার বড় ভাই ইসতিয়াক আহমদ খানকে (৩২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত ১০টায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পুরনোবাজারের অটোরিক্সা ষ্ট্যান্ডে হামলা ও পাল্টা হামলার এ ঘটনা ঘটে। তবে গতকাল সোমবার বিকেল পর্যন্ত থানায় কোন প্রকার অভিযোগ দেওযা হয়নি বলে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম জানিয়েছেন।
জানা গেছে, ব্যাটারি চালিত রিক্সা চালক মিলন মিয়া ও সিএনজি চালিত অটোরিক্সা চালক ফারুক আহমদের মধ্যে যাত্রী উঠানো ও নামানো নিয়ে বাকবিতন্ডা হয়। এনিয়ে রিক্সা চালক মিলনের উপর প্রথমে হামলা করেন সিএনজি চালক ফারুক আহমদ। পরে ফারুক আহমদের উপর হামলা করেন রিক্সা চালক। একপর্যায়ে উভয় পক্ষের চালকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষে ১০জন আহত হন। বাকি আহতরা হলেন, সাইফুল ইসলাম (৩৮), মিলন মিয়া (৩৯), সুহেল আহমদ (২৩), আতিক মিয়া (২০) ও মিলন মিয়া (৪০)।