বাংলাদেশ রেলওয়ের সেবা ও নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন

58
বাংলাদেশ রেলওয়ের সেবা ও নিরাপত্তা সপ্তাহ এর উদ্বোধন।

সিলেটে বাংলাদেশ রেলওয়ের সেবা ও নিরাপত্তা সপ্তাহ-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট রেলওয়ে ষ্টেশনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) রশিদা সুলতানা গণি, অতিরিক্ত প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব) মনির হোসাইন চৌধুরী, নিরাপদ সড়ক চাই-নিসচা কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য মো. জহিরুল ইসলাম মিশু, বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজ, ঢাকা শাহ সুফী নুর মোহাম্মদ, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ঢাকা সুলতান আলী, সিলেটের ভারপ্রাপ্ত ষ্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম, নিসচা সিলেট জেলা শাখার সভাপতি এম. বাবর লস্কর, মহানগর সভাপতি রোটা. এম. ইকবাল হোসেন, জেলার সাধারণ সম্পাদক মাহমুদ খান, মহানগর সভাপতি আব্দুল হাদী পাবেল, ওসি জিআরপি জামান আহমদ প্রমুখ।
বাংলাদেশ রেলওয়ে চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) রশিদা সুলতানা গণি বলেন, বাংলাদেশ রেলওয়ে সব সময় যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে যাত্রী সেবার মান উন্নত করছে। খুব শীঘ্রই বাংলাদেশ রেলওয়েতে প্রায় দু’শ নতুন বগি সংযোজন হবে। এই সব বগির মধ্যে ঢাকা-চট্টগ্রাম লাইনে পাহাড়িকা-উদয়ন এক্সপ্রেস ও ঢাকা-সিলেট লাইনে উপবন এক্সপ্রেস-এ নতুন বগি সংযুক্ত করা হবে। তিনি যাত্রী সাধারণের উদ্দেশ্যে বলেন, রেলওয়ে আপনাদেরই সম্পদ। এর রক্ষণাবেক্ষণ করার দায়িত্বও আপনাদের। তিনি যাত্রীদের সকল সমস্যা দ্রুত নিরসন করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন যাত্রীদের অভিযোগ প্রদানের জন্য ষ্টেশনে অভিযোগ বক্স লাগানো হয়েছে। যাত্রীরা অভিযোগ উক্ত বক্সে দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি নিরাপদ সড়ক চাই নিসচার কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন এবং এই সংগঠনকে বাংলাদেশ রেলওয়ের প্রচার অভিযানে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি