ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক উপজেলার ১শ’৮২টি প্রাইমারি স্কুলে ৯হাজার ৪শ’৭৮জন ও ৩৭টি ইবতেদায়ি ও দাখিল মাদরাসার পরীক্ষার্থী রয়েছেন ১ হাজার ৫৮ জন। আজ রবিবার সকাল ১১টা থেকে ২৯টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিবে ১০ হাজার ৫শ’ ৩৬জন শিক্ষার্থী। এসব পরীক্ষার্থীদের বিদায় জানাতে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে। পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব অনুষ্ঠানের মধ্যদিয়ে বিদায় জানানো হয় পরীক্ষার্থীদের। অনুষ্ঠানের শিক্ষক, পরিচালনা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ, অভিভাবক, পরীক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে যেন কৃতিত্বের সাথে ফলাফল অর্জন করতে পারেন এই প্রার্থনা সকলের। এর অংশ হিসেবে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের কাটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথমবারের মতো সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৮জন পরীক্ষার্থী। এ উপলক্ষে শনিবার সকালে বিদ্যালয় কক্ষে এক সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলী মুজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নার্গিস আক্তার, সহকারি শিক্ষিকা আয়েশা ছিদ্দিকা ও কল্পনা আক্তার, পরিচালনা কমিটির দাতা সদস্য আবদুর রহিম, সদস্য জমসিদ আলী, অভিভাবক সদস্য রজব আলী, ইসফাকুর রহমান প্রমুখ। এ সময় পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে শনিবার সকালে উপজেলার দোলারবাজার ইউনিয়নের ১০৪নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫২জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক নেছার আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, সহকারি শিক্ষিকা নুর নাহার বেগম ও রাহিমা বেগম, বিদায়ি শিক্ষার্থী জাবেদ আহমদ ও তাসমীনা বেগম। এ সময় পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপর দিকে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাহিমা বেগমের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজন মিয়া মজুমদার, সহকারি শিক্ষিকা লিপি শম্মা, আন্নি বেগম ও সোনারা বেগম প্রমুখ। সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাশ বলেন, সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টা থেকে ২৯টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৯হাজার ৪৭৮জন ও ৩৭টি দাখিল ও ইবতেদায়ি মাদরাসা থেকে ১হাজার ৫৮জনসহ মোট পরীক্ষার্থী রয়েছেন ১০হাজার ৫শ’৩৬জন।