দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে আলেম ওলামাদের সংসদে পাঠাতে হবে – মাওলানা রেদওয়ানুল হক

249

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত আসন্ন জাতীয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে হাতপাখার এম.পি প্রার্থী আলহাজ্ব মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু’র নেতৃত্বে এক প্রতিনিধি দল সোমবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সিলেটের বিভিন্ন মাদ্রাসায় সৌজন্য সাক্ষাৎ করেন।
সকাল থেকে জামেয়া রাহমানিয়া দারুল হাদীস শাহপরাণ মহিলা মাদ্রাসা, আয়েশা সিদ্দিকিয়া মহিলা টাইটেল মাদ্রাসা মেঝরটিলা, মাদ্রাসারুল বা’নাত তেররতন মহিলা মাদ্রাসা, মাদ্রাসারুল হাসানাইন তেররতন মহিলা মাদ্রাসা, বারুতখানা মহিলা টাইটেল মাদ্রাসা, গোলাপবাগ মহিলা মাদ্রাসা ও ঝালুপাড়া মহিলা মাদ্রাসার মুহতামিম, শায়খুল হাদিস ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলার সেক্রেটারী আলহাজ্ব ইসহাক আহমদ, উলামা আইমা পরিষদ সিলেট জেলার সদস্য সচিব মাওলানা জুবায়ের আহমদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলার সহ সভাপতি মো. ফয়জুল হাসান চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব, মো. আলা উদ্দিন প্রমুখ।
এ সময় তিনি বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে কথা বলার লক্ষ্যে পীর সাহেব চরমোনাই ৩০০ আসনে নির্বাচনের অংশ গ্রহণ করার জন্য প্রার্থী মনোনীত করেছেন। বাংলা দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে ইসলামী আদর্শে অনুপ্রাণিত ব্যক্তিকে ভোটে দিয়ে জাতীয় সংসদের পাঠাতে হবে। তবেই দেশ সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মুক্ত হবে এবং সমাজ ও রাষ্ট্রে ইসলামী শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। বিজ্ঞপ্তি