কাজিরবাজার ডেস্ক :
বিচারিক আদালতের সাজা স্থগিত করিয়ে নির্বাচনে অংশ নেয়া যাবে বলে হাইকোর্টের আদেশ স্থগিত হয়েছে। ফলে যশোর-২ আসনে বিএনপির মনোনয়নের চিঠি পাওয়া সাবিরা সুলতানার ভোটে আসা আটকে গেল।
এই আদেশ বহাল থাকলে দণ্ডিত কারো পক্ষে ভোটে আসা যাবে না। ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের শীর্ষস্থানীয় দেড় ডজনের মতো নেতার প্রার্থিতা বাতিল হয়ে যাবে।
গত বৃহস্পতিবার সাবিরার দণ্ড স্থগিত করে হাইকোর্টের একটি বেঞ্চ আদেশ দেয় যে, আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির আগে কেউ দণ্ডিত বলে গণ্য হবেন না। আর আপিল চলাকালে কারও দণ্ড স্থগিত করার ক্ষমতা হাইকোর্টের আছে।
এর আগে বিএনপির পাঁচ নেতা আমান উল্লাহ আমান, এ জেড এম জাহিদ হোসেন, ওয়াদুদ ভূঁইয়া, মসিউর রহমান ও আবদুল ওহাবের দণ্ড স্থগিতের আবেদন প্রথমে হাইকোর্ট বিভাগ নাকচ করে, এরপর আপিল বিভাগ দেয় ‘নো অর্ডার’। এই আদেশের ফলে তাদের ভোটে আসার পথ আটকে যায়। পাশাপাশি খালেদা জিয়াকেও ভোটের বাইরে থাকতে হবে বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম।